Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্ব-রাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা উপ সহকারী পরিচালকের দপ্তরটি বঙ্গবন্ধু সড়কের মন্ডল পাড়ায় অবস্থিত। উপ সহকারী পরিচালকের দপ্তরটির প্রশাসনিক, অপারেশনাল, প্রশিক্ষণ ও অন্যান্য সেবা মূলক কার্যক্রম বর্তমানে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও  সিভিল ডিফেন্স স্টেশন ভবন হতে পরিচালনা করা হচ্ছে। উক্ত দপ্তরটি উপ সহকারী পরিচালকের কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জ নামে পরিচিত। বর্তমানে অত্র দপ্তরাধীন 0৮ টি ফায়ার স্টেশন চালু রয়েছে। যার মধ্যে ১ম শ্রেনিভূক্ত রাজস্ব ফায়ার স্টেশন 0৩ টি (নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ ও আদমজী ইপিজেড), ১ম শ্রেনিভূক্ত প্রকল্প ফায়ার স্টেশন 0১ টি (ফতুল্লা বিসিক), ২য় শ্রেনিভূক্ত রাজস্ব ফায়ার স্টেশন 0৩টি (বন্দর, আড়াইহাজার, সোনারগাঁ),  এবং ৩য় শ্রেনিভূক্ত রাজস্ব ফায়ার স্টেশন 0২টি (নারায়ণগঞ্জ নদী ও কাঞ্চন নদী)।  তাছাড়া রুপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর ও পাগলা স্থল কাম নদী ফায়ার স্টেশনের জমি নির্বাচন ও অধিগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। জেলায় উপ সহকারী পরিচালকের কার্যালয় ও আওতাধীন ফায়ার স্টেশন হতে জনসাধারণকে কাঙ্খিত সেবা প্রদান করা হচ্ছে। 

দপ্তরের টেলিফোন ও ফ্যাক্স নম্বরঃ- 02224427622,

 ই-মেইল –dadfscdnarayanganj@gmail.com / dadngj@fireservice.gov.bd